[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশজুড়ে টাইফয়েড টিকাদান শুরু

প্রকাশঃ
অ+ অ-
বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। আজ রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন 

দেশে প্রথমবারের মতো আজ রোববার শিক্ষার্থীদের জন্য টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের টিকা নিতে দেখা যায়।

বাসসের খবরে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনা মূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকা পাবেন।

টিকা নিচ্ছে এক শিক্ষার্থী। আজ রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

এটাই দেশে টাইফয়েড টিকার প্রথম ক্যাম্পেইন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রীকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এছাড়া সব শিশুকে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে।

টিকা নিতে মোটেও ভয় পাচ্ছে না শিশুটি। আজ রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

শহর এলাকার পথশিশুদের টিকা দেবে এনজিওগুলো। ইতিমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশু টিকার জন্য নিবন্ধন করেছে। এই নিবন্ধন এখনো চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন