[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সরকারি জমি মাপজোখে বাধা, ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার এক দিনের কারাদণ্ড

প্রকাশঃ
অ+ অ-
ভ্রাম্যমাণ আদালত প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জায়গা মাপজোখে বাধা দেওয়া ও সার্ভেয়ারকে মারধরের অভিযোগে যুবদলের এক নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবদল নেতা সোহেল জাহান (৩৫) জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা শহরের গোকর্ণ ঘাটের বাসিন্দা, বর্তমানে পরিবার নিয়ে কাজীপাড়ায় থাকেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজী মাহমুদ শাহ সড়কসংলগ্ন কাজীপাড়ার উত্তর দিকে ১ নম্বর খাত খতিয়ানভুক্ত ১৫ শতাংশ জায়গা রয়েছে। সেখানে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) একটি প্রকল্পের ভবন নির্মাণের কাজ হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বেলা দেড়টার দিকে সদর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার রফিকুল ইসলাম, জারিকারক বোরহান উদ্দিন ও শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জায়গাটি মাপজোখ করতে যান। যুবদল নেতা সোহেল জাহান ঘটনাস্থলে গিয়ে মাপজোখে বাধা দেন। তিনি জানান, সেখানে তাঁর নিজের জায়গা রয়েছে। বাধা উপেক্ষা করে মাপজোখ শুরু করলে সোহেলের সঙ্গে সার্ভেয়ারদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জারিকারক বোরহান উদ্দিনের সঙ্গে সোহেলের হাতাহাতি হয়। এতে বোরহান উদ্দিন আহত হন।

বিষয়টি জানার পর সোমবার সন্ধ্যায় ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া কাজীপাড়া গিয়ে একটি ভাড়া বাসা থেকে সোহেল জাহানকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, সরকারি কর্মচারী জায়গা মাপতে গেলে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধর করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০–এর ১৮৬ ধারায় সোহেলকে এক দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে সদর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, কাজীপাড়ায় জায়গা মাপজোখ করতে গেলে সোহেল জাহান বাধা দেন। একপর্যায়ে জারিকারক বোরহান উদ্দিনের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। বোরহান উদ্দিনের শার্টের বোতাম ছিঁড়ে যায় এবং তিনি আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, সরকারি জায়গা মাপজোখে বাধা দেওয়াসহ সার্ভেয়ারের সঙ্গে সোহেল জাহানের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন