[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপির নেতা গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

আল আমিন সৈকত | ছবি: সংগৃহীত

চাঁদপুরে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন জুলাই মঞ্চের এক নেত্রী (১৯)। এ মামলায় বুধবার আল আমিন সৈকত (৩০) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলা গত শনিবার চাঁদপুরের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয়।

গ্রেপ্তার আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধিমতো আদালতে পাঠানো হবে।' 

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, জুলাই মঞ্চের নেত্রীর সঙ্গে আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে সৈকত বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর ৫ অক্টোবর ভুক্তভোগী সৈকতের গ্রামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। দুই দিন অনশনের পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় গত শনিবার ভুক্তভোগী আদালতে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায় আল আমিন সৈকতকে গ্রেপ্তার করে।

এদিকে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুব আলম বলেছেন, মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, 'গত মাসে বিষয়টি জানালে উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়। সেখানে ১০ জন অ্যাডভোকেট ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উভয়ের কথা শুনে কোনো তথ্য–প্রমাণ পাওয়া যায়নি, তাই মেয়েটির অভিভাবক তাঁকে বাসায় ফেরত নেন। কিন্তু কোনো তদন্ত ছাড়া মিথ্যা অভিযোগের ভিত্তিতে আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন