[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুমিল্লায় বাসায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ | প্রতীকী ছবি

কুমিল্লা নগরের নিজ বাসা থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নগরের উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার ফ্ল্যাটের খাটের নিচ থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত মিলন আক্তার (৫৬) জেলার বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ২০ বছর ধরে রেসকোর্স এলাকার ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিন মেয়ে রয়েছে—একজন ইউরোপে স্বামীর সঙ্গে, একজন নোয়াখালীতে, এবং ছোট মেয়ে তানজিনা আক্তার রেসকোর্স এলাকার আরেকটি ভাড়া বাসায় থাকেন। কয়েক দিন ধরে মিলন আক্তার একা ছিলেন।

মেয়ে তানজিনা আক্তার বলেন, 'গতকাল থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। আজ (শুক্রবার) সন্ধ্যায় মায়ের বাসায় এসে দরজা খুলে ভেতরে ঢুকতে পারিনি। পরে খাটের নিচে রক্ত দেখতে পাই। খাটের নিচে তাকিয়ে দেখি মায়ের রক্তাক্ত মরদেহ। গলায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।' 

মিলন আক্তারের ভাতিজা মো. মাসুদ আলম বলেন, 'বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুফুর সঙ্গে কথা হয়েছিল। আজ শুনলাম খাটের নিচে ফুফুর লাশ পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।' 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।' 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক বলেন, 'পুলিশের একাধিক দল বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন