[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিল পুলিশ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর

প্রকাশঃ
অ+ অ-

পুলিশের অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে অবস্থানকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

এ সময় পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। এ সময় ‘জুলাই যোদ্ধাদের’ কয়েকজন আহত হয়েছে। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

পরে ‘জুলাই যোদ্ধারা’ বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। একপর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়।

বাইরে লাঠিসোঁটা হাতে একদল তরুণকে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করছিল।

আজ শুক্রবার বেলা সোয়া একটার পর এ ঘটনা ঘটে। বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংসদ ভবনের গেটের সামনে জুলাই যোদ্ধারা | ছবি: পদ্মা ট্রিবিউন

গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবন এলাকার ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন।  একপর্যায়ে তাঁরা সংসদ ভবন এলাকার ১২ নম্বর গেট টপকে ভেতরে ঢোকেন। মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন  বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন একজন জুলাই যোদ্ধা  | ছবি: পদ্মা ট্রিবিউন

সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা | ছবি: পদ্মা ট্রিবিউন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন