[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেহেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহত

প্রকাশঃ
অ+ অ-
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদা | ছবি: ফারহানার ফেসবুক থেকে নেওয়া

মেহেরপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদা নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর এলাকায়।

নিহত ফারহানা মেহেরপুর পৌর শহরের পেয়াদাপাড়ার রাইহানুল ইসলামের স্ত্রী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর যাওয়ার উদ্দেশে বের হন। ফতেপুর ইটাভাটার কাছে ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় এবং ইটের স্তূপে পড়ে যায়। এর ফলে স্ত্রী ফারহানা ট্রাকের মাঝখানে পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাইহানুল আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে পরিবার ময়নাতদন্তে রাজি নয়। লিখিত আবেদন পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন