[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কাশফুলের নৈসর্গিক সৌন্দর্যে সেজেছে বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ
অ+ অ-
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এখন যেন শরতের উৎসব চলছে | ছবি: পদ্মা ট্রিবিউন  

‘হিজল-ঝাউয়ের ডাল জ্বলছে সূর্যের আলোয়, মেঘের পৃথিবী থেকে ছুটি পেয়ে বয়স্কা রূপসী…।’ জীবনানন্দ দাশের কবিতার মতোই শরতের রূপ যেন জীবন্ত হয়ে উঠেছে কীর্তনখোলা নদীর পাড়ঘেঁষা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

ক্যাম্পাসের প্রতিটি পথ যেন একেকটি ছবির ফ্রেম। চারপাশে শরতের উৎসব চলছে। পাশেই কাশবন। বাতাসে দুলে ওঠা কাশফুল সূর্যের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠেছে। বিকেলে ভ্রমণপিপাসুদের পদচারণায় জমে ওঠে জায়গাটি। কেউ ছবি তুলছেন, কেউ আড্ডায় মেতে উঠেছেন, কেউ–বা হারিয়ে গেছেন শুভ্র সৌন্দর্যে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ‘ক্লাসের চাপ আর শহরের ব্যস্ততা সব ভুলিয়ে দেয় কাশবনের এই দৃশ্য। সময় পেলে ছুটে আসি এখানে।’

বিএম কলেজের শিক্ষার্থী ওমানা অ্যানজেলিন বলেন, ‘ছুটির দিনে আমরা প্রায়ই এখানে আসি। এখানে এলে মনে হয়, ইট-সিমেন্টের এই শহরের ভেতরেই একটুকরা গ্রামীণ সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলেছি।’

বিকেলের দিকে ভ্রমণপিপাসুদের পদচারণে জমে ওঠে ক্যাম্পাস | ছবি: পদ্মা ট্রিবিউন

ক্যাম্পাসে এসে দেখা যায়, বিস্তীর্ণ নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলের ঢেউ এক হয়ে মিশেছে। প্রকৃতির এই সাজ শুধু চোখে নয়, মনেও শান্তি আনে। বরিশাল বিশ্ববিদ্যালয় এখন শুধু শিক্ষাক্ষেত্র নয়, শরতের রঙে রঙিন এক রূপকথার রাজ্য। প্রতিদিন প্রকৃতি যেন তুলির নতুন আঁচড়ে সাজিয়ে দিচ্ছে এই রাজ্যকে। শহরের কোলাহল ফেলে তাই অনেকে ছুটে আসেন এই কাশবনে, যেখানে প্রকৃতি তৈরি করেছে এক অনুপম দৃশ্যকাব্য।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন