এনসিপি তালিকা থেকে প্রতীক না নিলে ইসিই বরাদ্দ দেবে: সচিব
![]() |
| রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক বাছাই করে কমিশনকে জানাতে হবে। তা না হলে কমিশন নিজ সিদ্ধান্তে দলটির প্রতীকের বিষয় নির্ধারণ করবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এনসিপিকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা অন্তর্ভুক্ত না থাকায় এটি বরাদ্দ দেওয়া হচ্ছে না।
ইসি ৭ অক্টোবর এনসিপিকে চিঠি দিয়ে বিধিমালায় থাকা প্রতীক থেকে একটি নির্বাচন করতে বলেছিল। তবে এনসিপি আবারও শাপলা দাবি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সচিব আখতার আহমেদ বলেন, ‘এনসিপি শাপলা দাবি করলেও তালিকায় না থাকায় বরাদ্দ দেওয়া যায়নি। আমাদের সিদ্ধান্ত একই। তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।’

একটি মন্তব্য পোস্ট করুন