বগুড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতি
![]() |
| বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার খবরে ভিড় করেন উৎসুক মানুষ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বগুড়ার দুপচাঁচিয়ায় এক নারী ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে তিন লাখ টাকা ও তিনটি মুঠোফোন লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে ডাকাতির ঘটনা বলছে।
নিহত নারীর নাম বিমলা পোদ্দার আগরওয়ালা (৬৭)। তিনি তালোড়া বাজারের ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল গভীর রাতে পাঁচ–ছয়জনের একটি ডাকাত দল তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার ব্যবসায়ী হিমু আগরওয়ালার বাড়িতে হানা দেয়। তখন তারা বাড়িতে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত–পা বেঁধে মারধর করে। পরে তিন লাখ টাকার বেশি নগদ অর্থ ও তিনটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা ঘরের আসবাবও ভাঙচুর করে। বিমলা পোদ্দার আগরওয়ালা বাধা দিলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, 'ব্যবসায়ী হিমু আগরওয়ালাসহ পাঁচ ভাইবোন একসঙ্গে চাল ও ভুসির ব্যবসা করতেন। তাঁরা একই বাড়িতে থাকেন। গত রাতে ডাকাত দলের সদস্যরা তাঁদের বাড়িতে হানা দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।'

একটি মন্তব্য পোস্ট করুন