[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি: ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মী আটক

প্রকাশঃ
অ+ অ-
গ্রেপ্তার | প্রতীকী ছবি

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় 'নিষিদ্ধ ছাত্রসংগঠন' ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মীকে আটক করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আটক করা হয়।

আটকরা হলেন মো. জুনায়েদ সরদার (২০), মো. শয়ন (২০), শিহাব (২২), সৌরভ (২৫) ও ফয়সাল (২৪)।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, 'আজ বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পূর্ব দিকে মাদার কেয়ার গলিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৫–৪০ জন নেতা–কর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ধানমন্ডি থানার পুলিশের ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এই সময় মোহাম্মদপুর থানার পুলিশ জুনায়েদ ও শয়নকে আটক করে। তাঁরা মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।' 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, 'বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাইফুরস কোচিং সেন্টারের সামনে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ধানমন্ডি থানার পুলিশ ধাওয়া দিয়ে শিহাব, সৌরভ ও ফয়সালকে আটক করে। তাঁরা ধানমন্ডি থানায় রাখা হয়েছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন