পরিবারের সঙ্গে মণ্ডপে, চোরেরা খালি করল বাসা
![]() |
পূজা দেখতে সপরিবারের মণ্ডপে গিয়েছিলেন তাঁরা। ফিরে এসে দেখেন বাসার সব লণ্ডভন্ড। চুরি হয়েছে নগদ টাকা ও সোনা। গতকাল রাতে চট্টগ্রামের আনোয়ারায় | ছবি: ভুক্তভোগীর ভিডিও থেকে নেওয়া |
শারদীয় দুর্গাপূজার মহানবমীতে রাত ৯টার দিকে পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপে যান আশীষ সরকার। ১১টায় বাসায় ফেরার পর তিনি দেখেন সব লন্ডভন্ড, জানালাও কাটা। মুহূর্তেই বুঝতে পারেন, তাঁর বাসায় চুরি হয়েছে। আলমারি খুলে দেখেন নগদ টাকা ও সোনা চুরি হয়ে গেছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁওয়ে এই ঘটনা ঘটে। আশীষ সরকার বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দেন। তার অভিযোগ, আলমারিতে থাকা ৩ ভরি সোনা ও ৮০ হাজার টাকা চুরি হয়েছে।
আশীষ সরকার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত। তিনি বলেন, 'পূজা দেখার পর ঘরে এসে দেখি মালামাল, সোনা ও টাকা সব চুরি হয়ে গেছে। সংসারের জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করে জমিয়েছি, কিন্তু দুই ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে গেছে।'
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, 'লিখিত অভিযোগ পাওয়া গেছে। তারা জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছেন।'
একটি মন্তব্য পোস্ট করুন