[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামের সিইপিজেডে আগুন, ছড়িয়ে পড়ল আশপাশের ভবনে

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামের ইপিজেড এলাকার সাততলা ভবনের কারখানাটির পুরোটিতেই আগুন ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। সাততলার পুরো ভবন জ্বলছে এবং সাত ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। থেমে থেমে কারখানার ভেতরে ছোট ছোট বিস্ফোরণ হচ্ছে। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ওই এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে ও ক্যাপ, জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরি করে। দুই কারখানার গুদামই সাততলার এবং এখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই; সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রাত সাড়ে আটটার দিকে সরেজমিনে দেখা যায়, আগুনের তাপের কারণে ভবনটির ১০০ মিটার পর্যন্ত কেউ যেতে পারছেন না। তাপের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ছে এবং আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনে পানি ছিটিয়ে আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন। চারপাশে ভিড় করেছেন উৎসুক মানুষ। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত আছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আগুনের তাপের কারণে কারখানার কাছে যাওয়া যাচ্ছে না। তাই তারা আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করছেন। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।

কারখানা দুটিতে আগুন লাগার পর আশপাশের অন্যান্য কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে এ এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না।

এক নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম জানান, তাঁর রাতের পালায় ডিউটি ছিল। ভবনটির পাশে তাদের কারখানা থাকলেও তাকে যেতে দেওয়া হচ্ছে না।

সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সুবহান বলেন, আশপাশের কোনো কারখানা খোলা রাখা হয়নি এবং আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন