[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিখোঁজের একদিন পর পঞ্চগড়ে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে নিখোঁজ হওয়া মেরিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া এলাকার রসেয়া গোরস্তান সংলগ্ন দলুয়া পুকুর থেকে লাশটি পাওয়া যায়। মেরিনা আক্তার রাধানগর ইউনিয়নের রেলঘুমটি-মালিগাঁও এলাকার দিনমজুর খাদেমুল ইসলামের (নেন্দ) স্ত্রী। দম্পতির সাত বছর ও তিন বছর বয়সী দুটি মেয়ে আছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুশীল চন্দ্র বর্মণ বলেন, ‘প্রায় আট বছর আগে তাদের বিয়ে হয়। তারা দুজনেই দিনমজুরি করেন। দম্পতির মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। একাধিকবার সালিসও হয়েছিল। গত সোমবার বিকেলে আবার ঝগড়া হয়। এরপর মেরিনা অন্যের বাড়িতে দিনমজুরের কাজের টাকা আনার কথা বলে বের হয়ে যান। কিন্তু আর বাড়িতে ফেরেননি। রাতেও স্বামীসহ পরিবারের সদস্যরা খুঁজে পাননি।’

সুশীল চন্দ্র বর্মণ আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে এক নারীর লাশ ভেসে থাকতে দেখেন। পরে তারা আটোয়ারী থানাকে জানান। পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি মেরিনার বলে শনাক্ত করেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি সাঁতার জানতেন না বলে শুনেছি।’

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন