[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জানুয়ারিতে

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা—দুইটি পালায় অনুষ্ঠিত হবে।

গত বছরের মতো এবারও রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে।

এ তথ্য সোমবার দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ভর্তি উপকমিটির সভায় চূড়ান্তভাবে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সময়সূচি প্রকাশ করেছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে এবারের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি উপকমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

গত বছর বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য মোট ৪ হাজার ৩২৩টি আসন ছিল। সেখানে অংশ নিয়েছিলেন ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। এর মানে, প্রতি আসনের জন্য গড়ে ৫৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন