[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডিবি পুলিশ পরিচয়ে বিয়েবাড়িতে ডাকাতি, ১১ ভরি সোনা ও দুই লাখ টাকা লুট

প্রকাশঃ
অ+ অ-

ডাকাতি | প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়েবাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা নিজেদের ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে শনিবার রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে প্রবেশ করে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে জয়কালী বাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন বর। কিছুক্ষণ পর ১২–১৩ জনের একটি দল নোহা মাইক্রোবাসে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পাঁচজন বাইরে অবস্থান নেয়, বাকি আটজন ভেতরে প্রবেশ করে।

তল্লাশির নাম করে তারা নারী ও পুরুষদের আলাদা কক্ষে আটকে রাখে এবং অস্ত্রের মুখে আলমারি ভাঙে। এরপর প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে চলে যায়। ডাকাতেরা আধা ঘণ্টা অবস্থানের পর নোহা মাইক্রোবাস ও একটি অটোরিকশায় পালিয়ে যায়। ধাওয়া করলে তারা অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়।

পালানোর সময় ঘটনাস্থলে একটি এলজি বন্দুক ও শটগানের দুটি গুলি ফেলে যায়। রোববার দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জামাল উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে এসব উদ্ধার করেন।

আহত পরিবারের সদস্য মোহাম্মদ আলমগীর বলেন, 'ডাকাতেরা ডিবি পরিচয় দিয়ে ঘরে ঢুকেছিল। তারা সবাইকে জিম্মি করে ঘরের সবকিছু ও অতিথিদের স্বর্ণালংকার লুটে নিয়েছে।' 

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, 'বিয়ের স্থানসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযান চলছে। ঘটনার জায়গা থেকে একটি এলজি ও শটগানের দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন