লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়ক থেকে সিপিজি সদস্যের লাশ উদ্ধার
| মরদেহ | প্রতীকী ছবি |
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি সড়ক থেকে সিরাজ মিয়া (৬৫) নামের এক কমিউনিটি প্যাট্রল গ্রুপ (সিপিজি) সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে লাউয়াছড়ার জানকীছড়া এলাকা থেকে রক্তাক্ত মরদেহটি পাওয়া যায়।
সিরাজ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার বাসিন্দা। তিনি ডলুছড়া সিপিজির সক্রিয় সদস্য ছিলেন। বনবিভাগের কর্মকর্তাদের ধারণা, কোনো অজ্ঞাতপরিচয় যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে। তবে ভোর বা রাতের সময় সড়কটি বেশ ফাঁকা থাকে। তখন অতিরিক্ত গতিতে চলাচল করা গাড়ির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাঁরা দ্রুত দায়ী যানবাহন শনাক্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, 'সিরাজ গত মঙ্গলবার রাতে লাউয়াছড়ায় দায়িত্বে ছিলেন। আজ সকালে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোরে জানকীছড়া এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করছি এটি সড়ক দুর্ঘটনা। কমলগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'
এই ঘটনায় লাউয়াছড়া এলাকার সিপিজি সদস্য, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশ করেছেন।
Comments
Comments