খাগড়াছড়িতে বাজারে আগুন, ১৩টি দোকান পুড়ে গেছে
![]() |
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুন। গতকাল দিবাগত রাত ২টার দিকে | ছবি: বিজিবির ফেসবুক পেজ থেকে নেওয়া |
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে শনিবার গভীর রাতে আগুন লেগে অন্তত ১৩টি দোকান পুড়ে গেছে। স্থানীয়রা, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা স্টেশন জানিয়েছে, রাত ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দুইটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। রাত ৩টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস মাটিরাঙ্গা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন জানান, আগুনে জ্বালানি, আসবাবপত্র, গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যের দোকান পুড়ে গেছে। দোকানগুলোর মধ্যে একটি পাকা, দুইটি আধা পাকা এবং বাকিগুলো কাঁচাঘরে ছিল।
বিজিবি জানিয়েছে, আগুনের সূত্রপাত একটি গাড়ির ওয়ার্কশপ থেকে হতে পারে। বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। তবে ব্যবসায়ীরা তাদের মালামালসহ বড় ক্ষতির মুখে পড়েছেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য পক্ষের প্রাথমিক অনুমান, আগুনে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন