নোয়াখালী বিভাগের দাবিতে মাইজদীতে আন্দোলন
![]() |
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার জুমার নামাজের পরে সুপার মার্কেটের সামনে সমাবেশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে জেলা শহর মাইজদীতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালিত হলো।
বিক্ষোভকারীরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ আশপাশের জেলা নিয়ে আলাদা নোয়াখালী বিভাগ করার দাবি জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে শহরের জেলা জামে মসজিদ প্রাঙ্গণে হাজারো মানুষ জড়ো হন। পরে বেলা দুইটার দিকে মিছিল শুরু হয়। মিছিলটি জামে মসজিদ মোড় হয়ে টাউন হল মোড়, গণপূর্ত বিভাগ, মোহাম্মদীয়া মোড় ঘুরে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে তাঁরা নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামীর জেলা সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ইয়াসিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।
![]() |
স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ হয়েছে। আজ বেলা দুইটায় জেলা শহরের টাউন হল মোড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
একটি মন্তব্য পোস্ট করুন