ময়মনসিংহে মেয়েকে খাবার দিতে গিয়ে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
মো. জামাল উদ্দিন | ছবি: সংগৃহীত |
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যায় তিনি মেয়ের মাদ্রাসায় খাবার দিয়ে বাড়ি ফেরার পথে নিহত হন।
নিহত হলেন মো. জামাল উদ্দিন (৫০)। তিনি বানিহালা ইউনিয়নের নালচাপড়া গ্রামের বাসিন্দা এবং ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পুলিশ জানায়, জামাল উদ্দিনের সঙ্গে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের শুরু ইউপি নির্বাচনের সময়। সম্প্রতি জামাল উদ্দিনের মাছের খামারে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়, এতে তিনি প্রতিপক্ষের উপর সন্দেহ করেন। পরে প্রতিপক্ষের পুকুরেও বিষ দেওয়ার ঘটনা ঘটে, এতে প্রতিপক্ষের লোকজন জামাল উদ্দিনের ওপর সন্দেহ করেন।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামাল উদ্দিন স্থানীয় একটি মাদ্রাসায় মেয়েকে খাবার দিতে যান। খাবার দিয়ে ফেরার পথে বানিহালা গ্রামের দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার সামনে ৭–৮ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা জামাল উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, 'মেয়েকে মাদ্রাসায় খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে কোপের আঘাত ছিল এবং রক্তক্ষরণে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হামলা। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।'
একটি মন্তব্য পোস্ট করুন