[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তেজগাঁও চার্চের সামনে বিস্ফোরণ

প্রকাশঃ
অ+ অ-

তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চ | ছবি: শিক্ষক বাতায়ন থেকে নেওয়া

রাজধানীর তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে চার্চটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়।

প্রত্যক্ষদর্শীরা চার্চের নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন, দুইজনকে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন রাত পৌনে ১১টার দিকে বলেন, 'এমন একটি সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।'

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি হোলি রোজারি চার্চের কাছেই থাকেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ পান এবং চার্চটি ধোঁয়ায় ঢাকা দেখেন। পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়। নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, দুজনকে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন