ঢাকায় নামতে না পেরে ৯টি ফ্লাইট গেল চট্টগ্রাম ও সিলেটে
![]() |
| ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নয়টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করেছে। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণ করেছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল বিকেলে জানান, যে আটটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে, তার মধ্যে দুটি ছিল চট্টগ্রাম থেকে ঢাকামুখী অভ্যন্তরীণ ফ্লাইট। বাকি ছয়টির একটি ব্যাংকক থেকে, আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণের কথা ছিল। বাকি চারটিও আন্তর্জাতিক ফ্লাইট। সবগুলো ফ্লাইটই ঢাকার বদলে চট্টগ্রামে অবতরণ করেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লেগেছে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
অগ্নিকাণ্ডের পর বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। ফলে এ সময়ে ঢাকামুখী ফ্লাইটগুলো বিকল্পভাবে চট্টগ্রামে অবতরণ করে।
এদিকে শনিবার বেলা তিনটা ৩১ মিনিটে সৌদি আরবের রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটটি ৩৯৬ জন যাত্রী নিয়ে রিয়াদ থেকে উড়েছিল। তবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বিকেল ৩টা ৩১ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। পরিস্থিতি স্বাভাবিক হলে উড়োজাহাজটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নভো এয়ারের একটি উড়োজাহাজ বেলা ৩টা ১২ মিনিটে যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এটি বেলা সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশে ফেরার কথা ছিল। তবে কার্গো ভিলেজে আগুন লাগায় উড়োজাহাজটি সিলেট ত্যাগ করেনি। এ ছাড়া সিলেট থেকে ঢাকাগামী অন্য কোনো ফ্লাইট বাতিল হয়নি।

Comments
Comments