[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আদালতের সামনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

প্রকাশঃ
অ+ অ-

লাশ | প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম শরীফা আক্তার (২৮)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছুরিকাঘাতের পরে পালানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয়রা শরীফার সাবেক স্বামী আক্তার হোসেনকে (৪০) ধরে পুলিশকে সোপর্দ করেন।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী, শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে। তার সঙ্গে সুনামগঞ্জের ধর্মপাশার কান্দাপাড়া গ্রামের হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের বিয়ে হয়েছিল ১০ বছর আগে। তাদের একটি সাড়ে তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। গত এক বছর ধরে দাম্পত্য জীবনে নানা বিবাদ চলছিল। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর আক্তার হোসেন মেয়েকে নিজের হেফাজতে নেওয়ার জন্য আদালতে মামলা করেছিলেন। সোমবার ছিল সেই মামলার হাজিরার দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাড়ে তিন বছরের মেয়েকে সঙ্গে নিয়ে আইনজীবীর পরামর্শের জন্য আদালতের প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন শরীফা। এ সময় আক্তার হোসেন হঠাৎ পেছন থেকে এসে তার পিঠে ছুরিকাঘাত করেন। পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে পুলিশকে ছুরিসহ সোপর্দ করেন। আহত শরীফাকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শরীফার ছোট ভাই লিমন মিয়া বলেন, 'বেলা দুইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। তিনি হত্যাকারীর ফাঁসির দাবি করেছেন।' 

শরীফার চাচা মো. রিপন মিয়া জানান, 'তার ভাতিজি স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ছয় মাস আগে বিবাহবিচ্ছেদ করেছিলেন। সোমবার সকালে ভাতিজি ও নাতনিকে নিয়ে হাজিরা দেওয়ার জন্য আদালতে ছিলেন। আইনজীবীর সঙ্গে পরামর্শ নেওয়ার সময়ই আক্তার হোসেন এসে ছুরিকাঘাত করেন।' 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, 'সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় আক্তার হোসেন পুলিশের হেফাজতে রয়েছেন। ছুরিটি জব্দ করা হয়েছে।'  

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন