[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যশোরে মন্দির থেকে স্বর্ণালংকার, শালগ্রাম শিলা চুরি

প্রকাশঃ
অ+ অ-
 বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্ট মন্দির | ছবি: পদ্মা ট্রিবিউন 

যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্ট মন্দিরে রোববার রাতে চুরির ঘটনা ঘটেছে। মন্দির থেকে স্বর্ণালংকার, শালগ্রাম শিলাসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ জানান, রাতের আঁধারে এক বা একাধিক ব্যক্তি কালীমন্দির, জগন্নাথমন্দির ও শিবমন্দিরের তালা ভেঙে চুরি করেছে। তারা মন্দিরের বিভিন্ন বিগ্রহের স্বর্ণালংকার, শালগ্রাম শিলা ও অন্যান্য পূজার সামগ্রী নিয়ে গেছে। এ সবের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। মন্দির কমিটি থানায় অভিযোগ দায়ের করবে বলে তিনি জানান।

কেশবপুর থানার পরিদর্শক তদন্ত শরিফুল ইসলাম জানান, চুরির ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে পুলিশ চুরির ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন