ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩
![]() |
| হাসপাতালে প্রতিদিন নতুন রোগীর সংখ্যা বাড়ছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু ও চিকনগুনিয়া আক্রান্ত রোগীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশে ডেঙ্গুতে মৃত্যু কমছেই না। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগে পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৯৬৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের আজ বিকেলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে–নজীর আহমেদ বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যু কমছে না। এখন যে বৃষ্টি হয়েছে, এর পর আগামী ১০ দিনের মধ্যে আবারও ডেঙ্গুর বিস্তার হতে পারে। চলতি বছর ঢাকার বাইরে বেশি রোগী হবে, এটা আগে থেকেই ধারণা করা হয়েছিল। কিন্তু বিস্তার রোধে সরকার তেমন কোনো ব্যবস্থা নি। তাই আমাদের জন্য ভয়ানক সময় অপেক্ষা করছে।’
গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। একজন করে মারা গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজশাহী ও বরিশাল বিভাগে। দুজনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, বাকি তিনজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ২৩০ জনের মৃত্যু হয়েছে। ৫১ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬ থেকে ৩০ বছর বয়সীরা।
ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়া সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরে, সংখ্যা ১৯৭। ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুরে, ৮৪ জন। ঢাকা দুই সিটি করপোরেশনে নতুন রোগীর সংখ্যা ২৬৯। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১৪১।
চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবর মাসে এখন পর্যন্ত মৃত্যু ও সংক্রমণ আগের যেকোনো মাসের চেয়ে বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত ও অপর্যাপ্ত মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের কারণে সংক্রমণ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন