সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে হামলা, তিন সদস্য আহত
![]() |
আগামী গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদাপোশাকে অভিযান চালিয়ে আসামি ধরার সময় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনা ঘটে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায়।
র্যাব-১১–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল অভিযানে নামে। তবে অভিযানের খবর আসামি সাহেব আলী ও তাঁর সহযোগীদের হাতে চলে যায়। তারা হঠাৎ হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে র্যাবের তিন সদস্য আহত হন। গুরুতর আহত এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছ।'
র্যাব সূত্রে জানা গেছে, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, 'সাহেব আলীকে ধরে আনার চেষ্টা অনেক দিন ধরেই চলছিল। মঙ্গলবার রাতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ায় র্যাবের গোয়েন্দা দল সেখানে যায়। তখন আসামির সহযোগীরা চিৎকার ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা এখনও চলছে।'
একটি মন্তব্য পোস্ট করুন