[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শাবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশঃ
অ+ অ-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

টানা তিন দিন আন্দোলনের পর কনিষ্ঠ শিক্ষার্থীদের র‌্যাগিং অভিযোগে ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় অনুমোদিত র‌্যাগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।

গত সিন্ডিকেট সভায় পৃথক তিনটি ঘটনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কনিষ্ঠ শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অপরাধে জ্যেষ্ঠ ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ১২ শিক্ষার্থী ও পরিসংখ্যান বিভাগের ১৩ শিক্ষার্থী আছেন। এ সাজা প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে টানা তিন দিন শিক্ষার্থীরা আন্দোলন করেন। আন্দোলনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন