[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পঞ্চগড়ে নিখোঁজের পরদিন নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

মরদেহ | প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন বাড়ির পাশে পাথরাজ নদ থেকে সমিজা খাতুন (৩৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার শান্তিনগর এলাকায় নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সমিজা খাতুন দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। প্রায় দশ বছর আগে বিয়ে হলেও কিছুদিন পরই তার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন।

দেবীগঞ্জ থানার পুলিশ জানায়, রোববার দুপুরে বাড়ির কাছে পাথরাজ নদে ছাগল বাঁধতে গিয়ে সমিজা বাড়ি ফেরেননি। রাতভর পরিবারের খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা নদে একটি নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে সমিজার পরিবার লাশটি শনাক্ত করেন। পরিবারের ধারণা, নদে ছাগল বাঁধার সময় অসুস্থ হয়ে তিনি পানিতে পড়ে মারা গেছেন।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন