[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে: সোহেল

প্রকাশঃ
অ+ অ-

তেরখাদা উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। রোববার বিকেলে খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন  

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'যদি কখনো জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।' 

রোববার বিকেলে খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিব উন নবী খান বলেন, 'জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে।' তিনি মন্তব্য করেন, 'এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরেও ঘুরবে।' 

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মা–বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কী মুখে ভোট চায়?' 

‘যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’ শিরোনামের এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা ও বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল পুনর্গঠন করা হবে। পাশাপাশি তেরখাদায় কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।

অন্যান্যদের মধ্যে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্যসচিব নাজিমুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান এবং তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন