চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই
| লাশ | প্রতীকী ছবি |
ময়মনসিংহে এক রিকশা চালকের গলা কেটে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাঁর রিকশা ছিনিয়ে নিয়ে গেছে।
নিহত চালকের নাম মাসুদ মিয়া (৩৮)। তিনি ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল চারটার দিকে মাসুদ মিয়া শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ১০টার দিকে ভাটিবাড়েরা এলাকার বাইপাস সড়কে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর রাতে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালের মর্গ থেকে আলামত সংগ্রহ করেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, 'মাসুদ মিয়াকে ভাটিবাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তিনি দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে মারা যান। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।'
একটি মন্তব্য পোস্ট করুন