[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

অ্যানথ্রাক্স একজন ব্যক্তির মৃত্যুর কারণ হতে পারে | ছবি: বিএমসিইউডিপি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আজেনা বেগম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের আবুল হোসেনের স্ত্রী। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক নিশ্চিত করেছেন, ওই নারীর শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, শনিবার খুব খারাপ অবস্থায় আজেনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ ছিল। পাশাপাশি হৃদ্‌রোগ ও ফুসফুসের সমস্যাসহ রক্তচাপ কমে যাওয়া ও শ্বাসকষ্টের মতো জটিলতাও ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আজেনা বেগমের তিনটি ছাগল ছিল। এর মধ্যে একটি ছোট ছাগল অসুস্থ হয়ে পড়ে। ৩০ সেপ্টেম্বর ছাগলটি জবাই করার সময় তাঁর আঙুলে ক্ষত হয়। পরে স্থানীয় পল্লিচিকিৎসকের পরামর্শ নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। রোববার পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

পল্লিচিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, ‘প্রথম দিন আজেনা বেগম আমার কাছে এসেছিলেন। তাঁর আঙুলে কালো ফোসকা ছিল। অ্যানথ্রাক্সের সংক্রমণ থাকতে পারে ভেবে আমি তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বলি।’ 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন