[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সমাবেশে দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণার আহ্বান

প্রকাশঃ
অ+ অ-
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও দ্রুত ঘোষণার দাবিতে সমাবেশ। শনিবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন

চার দশক ধরে কুমিল্লা বিভাগের দাবিতে আন্দোলন চললেও রাজনৈতিক কারণে বারবার পিছিয়ে যায়। কুমিল্লার সব যোগ্যতা থাকা সত্ত্বেও বিভাগ আটকে রাখা হয়েছে। এবার কুমিল্লার মানুষ জেগে উঠেছে। সমাবেশে বক্তারা বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে আর বিভাগ আটকে রাখা যাবে না, অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণা করা।

শনিবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে কুমিল্লা বিভাগ দ্রুত ঘোষণার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘কুমিল্লা নামেই বিভাগ আন্দোলন’–এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নগরের ব্যবসায়ীরা এক ঘণ্টা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। কয়েক হাজার মানুষ সমাবেশে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, কুমিল্লার চাঁদপুর জেলা পেশাজীবী কল্যাণ সমিতিসহ আশপাশের জেলার মানুষও সমাবেশে যোগ দেন।

বক্তারা বলেন, কুমিল্লা বিভাগের দাবি নতুন নয়, এটি চার দশকের পুরোনো দাবি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ বলেন, 'অতীতে শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে কুমিল্লা নামে বিভাগ দিতে দেননি। কখনো নদী, কখনো আয়নামতি-ময়নামতি নাম দেওয়ার কথা ভাবা হয়েছিল, কিন্তু কুমিল্লার মানুষ তা প্রত্যাখ্যান করেছে। কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন আমাদের সরল দাবি। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুরসহ সব জেলা একমত। শুধু নোয়াখালীর কিছু মানুষ বিরোধিতা করছেন।' 

মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী বলেন, 'কুমিল্লার মানুষের প্রাণের দাবি কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন। তাই দ্রুত বিভাগ ঘোষণা দিতে হবে। না হলে মানুষ আন্দোলনের মাধ্যমে নিজেদের বিভাগ আদায় করবে।'  

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, 'আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। কুমিল্লা বিভাগ এখন গণমানুষের দাবি, সময়ের দাবি। টালবাহানা করে আর দাবিয়ে রাখা যাবে না।' 

মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, 'কুমিল্লা প্রাচীন শিক্ষানগরী। অনেক আগেই বিভাগ হওয়ার কথা ছিল। কুমিল্লার মানুষের দাবির সঙ্গে আমরা একমত। অবিলম্বে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি।' 

স্থানীয় দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামন আমির, কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক, কুমিল্লা টাউনহলের সদস্যসচিব সাজ্জাদ হোসেন, কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন