[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহে শ্যামাপূজার মণ্ডপে ছুরিকাঘাত, তিনজন আহত

প্রকাশঃ
অ+ অ-
ছুরিকাঘাত | প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরের বড় কালীবাড়ি এলাকায় শ্যামাপূজার মণ্ডপে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদকসহ একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

নিহতরা হলেন বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ‍্যামাপূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭), মানিক সরকার (২৮) এবং মানিকের স্ত্রী ভারতী সরকার (২৪)। তারা একই এলাকার বাসিন্দা। ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক মামুন আহমেদ (৩৫)ও বড় কালীবাড়ি এলাকার বাসিন্দা।

বন্ধুসংঘ শ‍্যামাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রতন পাল বলেন, 'প্রতিবারই পূজার সময় মামুন আমাদের কাছ থেকে চাঁদা চাইত। এবারও টাকা দিতে অস্বীকার করলে তিনি সাধন সরকারসহ তিনজনকে ছুরিকাঘাত করেন।' 

কোতয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, 'মণ্ডপে গিয়ে মামুন একজনের কাছে চাঁদা চাইতে গিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু করেন। এর জেরে মানিক সরকারের গলায় ছুরিকাঘাত হয়। পরে তাঁর স্ত্রী ভারতী এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। তাদের রক্ষা করতে গিয়ে সাধন সরকারও আহত হন। মানিক ও সাধনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীকে ঢাকায় পাঠানো হয়েছে। মামুনের বিরুদ্ধে আগে মারামারির মামলা আছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন