আলোচনার জন্য সচিবালয়ে প্রতিনিধি পাঠানোর কথা জানালেন শিক্ষক-কর্মচারীরা
![]() |
| রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন |
আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আলোচনা করার জন্য সচিবালয়ে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব আবুল বাশার।
১০ সদস্যের প্রতিনিধিদলে আবুল বাশারও আছেন। তিনি বলেন, তাঁরা ফিরে না আসা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। তিনি মনে করছেন, সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। তাই সরকারের আহ্বানে তারা সচিবালয়ে যাচ্ছেন। আলোচনা চলাকালে পূর্বঘোষিত ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
আবুল বাশার বলেন, ‘আলোচনা ফলপ্রসূ না হলে আমরা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। তবে সচিবালয়ে যতক্ষণ থাকব, শিক্ষক-কর্মচারীরা ততক্ষণ শহীদ মিনারে অবস্থান করবেন।’
মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন উদ্দেশে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষক-কর্মচারীদের। এখন তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
আজ টানা পঞ্চম দিন আন্দোলনে আছেন শিক্ষক-কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, সেখানে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অবস্থান করছেন। তাঁরা স্লোগান দিচ্ছেন, ‘২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে’, ‘বাংলার শিক্ষক, এক হও’, ‘শিক্ষকদের সঙ্গে প্রহসন মানি না’ প্রভৃতি।

Comments
Comments