জামিনে কারামুক্ত দিলীপ কুমার আগরওয়ালা
| দিলীপ কুমার আগরওয়ালা | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা জামিনে কারামুক্ত হয়েছেন। ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে তাঁর কারামুক্তির বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও আদালত–সংক্রান্ত সূত্র জানায়, সম্প্রতি দিলীপ কুমার আগরওয়ালা উচ্চ আদালত ও ঢাকার বিভিন্ন আদালত থেকে জামিন পান। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন আদালতে তোলা হলে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিনে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তীতে বিভিন্ন হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় জামিনের আবেদন করা হয়, যা মঞ্জুর হওয়ার পর ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “দিলীপ কুমার আগরওয়ালা উচ্চ আদালত ও ঢাকার আদালত থেকে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। তবে কারামুক্ত হয়েছেন কি না, সেটা আমাদের কাছে নিশ্চিত নয়।”
দিলীপ কুমার আগরওয়ালা গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু হেরে যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য।
Comments
Comments