[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিজ জেলায় নাসীরুদ্দীন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-

শাহরাস্তিতে অবাঞ্ছিত ঘোষণা করে পাটওয়ারীর কুশপুত্তলিকা পোড়াচ্ছেন বিক্ষোভকারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন  

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা অভিযোগ করেন, পাটোয়ারী সম্প্রতি বিএনপি ও জাতীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিল শুরু হয়ে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় শেষ হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি তার কুশপুত্তলিকা পোড়ান। 

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ভবিষ্যতে শাহরাস্তিতে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সকল পদক্ষেপের মাধ্যমে তাকে প্রতিরোধ করা হবে।' 

বক্তারা অভিযোগ করেন, পাটোয়ারী স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশোভন মন্তব্য করেছেন। তারা বলেন, জাতীয় দলের শীর্ষ নেতাদের প্রতি এমন আচরণ দুঃখজনক এবং নিন্দনীয়।

এছাড়া তারা মনে করান, রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে বক্তব্য দেওয়া সমাজ ও রাজনৈতিক সহিষ্ণুতির জন্য ক্ষতিকর। বিএনপি নেতাদের নিয়ে এমন মন্তব্যে তিনি নিজেকে বিতর্কের মধ্যে ফেলেছেন এবং এতে দলের অনেক নেতাকর্মীর মন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমাবেশে মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় বক্তব্য দেন মাসুদ কবির, মানিক হোসেন, মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন ও মাহমুদুল হাসান কিরনসহ আরও অনেকে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন