ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড
![]() |
| হ্যাকড হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফেসবুক পেজ | ছবি: সংগৃহীত |
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। ভোরে এ ঘটনা ঘটে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
পেজটি হ্যাক করার পর হ্যাকার গ্রুপ প্রোফাইল ও কভার ছবি বদলে নিজেদের লোগো ব্যবহার করে। তারা একটি পোস্টে লিখে, ‘বাংলাদেশ ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের অনৈতিক আচরণের কারণে এমএস ৪৭০ এক্স পেজের নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।’ তবে কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হয়।
ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বলেন, ‘আজ ভোরে আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমরা উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই পেজ ফিরে পাওয়া যাবে।’
সর্বশেষ খবরে জানা গেছে, হ্যাকড হওয়া পেজটি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইসলামী ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রক্রিয়া না মেনে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ছাঁটাই শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ পর্যন্ত দুই শতাধিক কর্মকর্তা সরাসরি চাকরিচ্যুত হয়েছেন। অনেকে আবার নিজেরাই চাকরি ছেড়েছেন। মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় ৪ হাজার ৯৫৩ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ছাঁটাইয়ের পাশাপাশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে ব্যাংক।
এমন পরিস্থিতিতেই ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকের ঘটনা ঘটল।

একটি মন্তব্য পোস্ট করুন