[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছত্রভঙ্গ শিক্ষক–কর্মচারীরা গেলেন শহীদ মিনারে

প্রকাশঃ
অ+ অ-

আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধার মুখে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

প্রেসক্লাবের সামনের রাস্তা থেকে শিক্ষক-কর্মচারীদের সরাতে পুলিশ লাঠিপেটা করেছে। সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং জলকামান থেকে পানি ব্যবহার করা হয়েছে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। কয়েকজনকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী দুপুর দেড়টার দিকে বলেন, ;প্রশাসনকে সহযোগিতা করতে আমরা প্রেস ক্লাবের সামনের সড়ক ছেড়ে দিয়েছি। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালাব। সব শিক্ষক-কর্মচারীকে শহীদ মিনারে এসে অবস্থান নেওয়ার অনুরোধ করছি। মঙ্গলবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিও চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাব না।' 

নওগাঁ থেকে আসা শিক্ষক অহিদুল ইসলাম বলেন, 'আমরা প্রেস ক্লাব থেকে এসে শহীদ মিনারে অবস্থান নিয়েছি।' 

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সরিয়ে দেয় পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন 

আজ রোববার সকাল ৮টা থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বেলা আড়াইটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। প্রায় ৬ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে তারা শহীদ মিনারের দিকে সরে যান।

প্রেসক্লাবের সামনে রাস্তা থেকে আন্দোলনকারী শিক্ষক–কর্মচারীদের একজনকে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে সকাল থেকে শিক্ষক–কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। তাঁদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে একটি দল আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয়।

প্রেসক্লাবের সামনের রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে পুলিশ জলকামান ছোড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন 

ডিসি মাসুদ আলম শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা শহীদ মিনারে চলে যান; পাঁচ মিনিট সময় দেওয়া হলো। পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনাদের নেতারা শহীদ মিনারে চলে গেছেন। সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না।’
 
আন্দোলনরত শিক্ষকেরা সরতে রাজি হননি। শিক্ষকেরা যেকোনো মূল্যে অবরোধ চালিয়ে যাবেন বলে জানান। শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না।’

পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়ে। কয়েকজনকে লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন