[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিয়ালবাড়ি আগুন: তিন দিন পরও ধোঁয়া বের হচ্ছে গুদাম থেকে

প্রকাশঃ
অ+ অ-
মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরও বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরও বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে আগের তুলনায় ধোঁয়ার পরিমাণ কমে এসেছে।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের আলম ট্রেডার্স নামের রাসায়নিক গুদামে আগুন লাগে। আগুন পাশের চারতলা ভবনে থাকা একাধিক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ১৬ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গুদামে উদ্ধার অভিযান চালাচ্ছেন। পানি দিয়ে রাসায়নিক গলিয়ে বাইরে আনা হচ্ছে। পানিমিশ্রিত রাসায়নিক সড়ক দিয়ে নালায় নামছে। গুদামের ভেতর থেকে ফটক ও ছাউনি দিয়ে সাদা ধোঁয়া উঠছে। তবে ধোঁয়ার পরিমাণ গত দুদিনের তুলনায় কমে গেছে। রাসায়নিকের ঝাঁজালো গ্যাসের তীব্রতাও অনেকটাই কমেছে।

দুর্ঘটনাস্থলে সকালেও উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই যাতায়াতের পথে কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে ঘটনাস্থলের দিকে তাকাচ্ছেন। শিয়ালবাড়ি শিল্প এলাকার ৩ নম্বর সড়ক ছাড়াও ২ ও ৪ নম্বর সড়কের শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

শিল্প এলাকার ৪ নম্বর সড়ক দিয়ে গুদামের পেছনে থাকা একটি বহুতল ভবনের পাঁচতলায় গিয়ে দেখা যায়, বিস্ফোরণে টিনের ছাউনি লন্ডভন্ড হয়ে গেছে। ভেতরে আগুনে পোড়া রাসায়নিকের স্তূপ দেখা যাচ্ছে। রাসায়নিকগুলো বস্তা ও টিনের ড্রামে রাখা রয়েছে। গুদামের সিঁড়ি দিয়ে তিনতলার নিচের অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, তারা ভেতরের রাসায়নিক পানি দিয়ে ধীরে ধীরে বাইরে বের করছেন। নির্ধারিত সময় অন্তর অন্তর ভেতরে গিয়ে পরিস্থিতি দেখছেন। আপাতত এভাবেই উদ্ধার অভিযান চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন