তথ্য বাতায়নে চাঁপাইনবাবগঞ্জে হালনাগাদ নেই, সাধারণ মানুষ বিড়ম্বনায়
| বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন চাঁপাইনবাবগঞ্জ জেলার ওয়েবসাইটের স্ক্রিনশট |
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি বিভিন্ন দফতরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ হচ্ছে না, যার কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় তথ্য পেতে সমস্যার মুখে পড়ছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতটি সূচকের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। তাদের মতে, ওয়েবসাইট ঠিকমতো হালনাগাদ না থাকায় জনগণ তথ্য প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন।
টিআইবি’র প্রতিবেদনে বলা হয়েছে, জেলা তথ্য বাতায়নের ৭১ শতাংশ সাইটে তথ্য হালনাগাদ নেই। সনাক যে সাতটি সূচক বিবেচনা করেছে, সেগুলো হলো: নোটিশ বোর্ড, খবর, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা ও কর্মচারীর তথ্য, সেবাসমূহের বিবরণ, তথ্য প্রদানকারী কর্মকর্তা সংক্রান্ত তথ্য এবং যোগাযোগের তথ্য।
পর্যবেক্ষণে দেখা গেছে, মোট ৭৬টি সাইটের মধ্যে মাত্র ২২টিতে নিয়মিত তথ্য হালনাগাদ হয়। এদের মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় কারাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, জেলা ক্রীড়া অফিস, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ইসলামিক ফাউন্ডেশন, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), জেলা তথ্য অফিস, জেলা সঞ্চয় অফিস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জেলা মৎস্য অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস, জেলা সমবায় অফিস এবং জেলা পরিষদ।
অন্য ৫৪টি প্রতিষ্ঠানের সাইটে তথ্য হালনাগাদ পাওয়া যায়নি। এর মধ্যে পাঁচটি সংস্থার কোনো তথ্যই আপডেট হয়নি। সেগুলো হলো: বিএডিসি (বীজ), বিজিবি, পল্লী সঞ্চয় ব্যাংক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন।
প্রতিবেদনটি তৈরি করেছেন সংগঠনের অঞ্চল সমন্বয়কারী শফিকুল ইসলাম, সনাক’র ইয়েস সদস্য নাজমিন খাতুন, হাসিব হাসান এবং রাফিয়া ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, 'আমরা দেখিয়েছি সরকারি দপ্তরের ওয়েবসাইট ঠিকমতো হালনাগাদ হচ্ছে না। এ কারণে সাধারণ মানুষ তথ্য প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন'
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, 'যদি তথ্য সবার কাছে সহজভাবে পৌঁছায় না, তাহলে উন্নয়ন টেকসই হবে না। সরকারি ও বেসরকারি সকল অফিসের তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে। জেলা তথ্য বাতায়নে যুক্ত সব দপ্তরের তথ্য হালনাগাদ করার জন্য প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।'
Comments
Comments