[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিহতের পর আহত কর্মীরও মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
মুহাম্মদ তানিম | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত এক ছাত্রদল কর্মী মুহাম্মদ তানিম (২৫) মারা গেছেন। বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পূর্বে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে তানিম ছুরিকাঘাতে আহত হন। তখন তিনি হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০)-এর সঙ্গে ছিলেন। রাতেই অপু দাশ মারা যান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ প্রথম আলোকে বলেন, “গতকাল রাতে চৌধুরীহাট বাজারে একদল যুবকের ছুরিকাঘাতে অপু দাশ ও তানিম আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তানিমের মৃত্যু হয়।”

তিনি আরও জানান, তানিমের পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছিল। অপরদিকে অপুর গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, নিহত তানিম হাটহাজারী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আফসার উদ্দিন নামে এক তরুণকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি কক্সবাজার সদরের পানখালী এলাকায়, তবে হাটহাজারীর চৌধুরীহাট সুজন কলোনিতে থাকেন।

হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, 'ছুরিকাঘাতের ঘটনায় আফসার অংশ নিয়েছেন এবং নিজেও জখম হয়েছেন। মামলার পর আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন