[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্ধারিত তালিকায় নেই বলে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যায়নি: সিইসি

প্রকাশঃ
অ+ অ-
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার। আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে | ছবি: পদ্মা ট্রিবিউন 

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই তা দিতে পারিনি। কোনো দল নিবন্ধিত হলে কমিশনের তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে হয়। এনসিপি যে প্রতীকটি চেয়েছে, সেটি তালিকায় ছিল না। তবে কমিশন চাইলে প্রতীক বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নিতে পারে।’

আজ রোববার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। সভাটি হয় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে।

চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। এতে বিভাগের সব জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সিইসি বলেন, ‘বিধান অনুযায়ী তালিকাভুক্ত প্রতীক থেকেই নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে থাকা কোনো প্রতীক কমিশন কাউকে দেয়নি। তবে চাইলে কমিশন নতুন প্রতীক যোগ বা বাদ দিতে পারে। আগে ১১৫টি প্রতীক ছিল না, এখন আছে।’

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে এনসিপি। তবে তাদের চাওয়া শাপলা প্রতীক ইসির বিধিমালায় না থাকায় ৭ অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত প্রতীক থেকে একটি বেছে নেওয়ার জন্য দলটিকে চিঠি দেওয়া হয়। কিন্তু এনসিপি জানিয়েছে, তারা দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ই চায়।

গত মঙ্গলবার ই–মেইলের মাধ্যমে নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠানো চিঠিতে এনসিপি বলেছে, তারা আশা করে, সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করে দলটিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—এই তিনটির যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। তাঁর ভাষায়, ‘শাপলা প্রতীক পেতে আইনি বা রাজনৈতিক কোনো বাধা দেখি না। তারপরও যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে আমরা লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না।’

আজ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, এনসিপির নির্বাচন কমিশনের ওপর আস্থার বিষয়ে তিনি কোনো বক্তব্য শোনেননি। কোন পরিস্থিতিতে দলটি এমন বলেছে, তাও তিনি জানেন না।

সিইসি নাসির উদ্দীন বলেন, ‘যাঁরা এনসিপির নেতৃত্বে আছেন, যাঁদের দেখি বা যাঁরা আমাদের সঙ্গে বৈঠকে আসেন, তাঁরা ২০২৪ সালের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এমন মানুষই এখন এই দলটার নেতৃত্ব দিচ্ছেন। আমি মনে করি না, তাঁরা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি তাঁদের দেশপ্রেমিক মনে করি। তাঁদের আমি কোনোভাবেই কম দেশপ্রেমিক ভাবতে চাই না। তা না হলে তাঁরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতেন না। যাঁরা এখন এনসিপিকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা তখন জীবন বাজি রেখে আন্দোলনে নেমেছিলেন। তাই তাঁরাও দেশের মঙ্গল চান, গণতন্ত্র চান। আমার বিশ্বাস, গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে এগোয়, তাঁরা তাতেই সহায়তা করবেন।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন