[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নওগাঁর তিন উপজেলায় ঝড়ে ঘরবাড়ি -ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রকাশঃ
অ+ অ-

সড়কের ওপর ভেঙে পড়েছে টিনের চাল। শনিবার বিকেলে পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের আত্রাই নদের শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতুসংলগ্ন এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন 

নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলার কিছু এলাকায় শনিবার বিকেলে হঠাৎ প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেল চারটার দিকে শুরু হওয়া ঝড় ১৫ মিনিটের মধ্যে থেমে যায়। ঝড়ে অনেক ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা ভেঙে গেছে।

স্থানীয়রা জানান, বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে এবং অল্প সময়ের মধ্যে ঝড় শুরু হয়। সঙ্গে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়। হঠাৎ এই ঝড়–বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পত্নীতলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি এলাকায়। এছাড়া মহাদেবপুরের বিলশিকারী ও দেওয়ানপুর এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকা ঝড়ের কবলে পড়ে। এসব অঞ্চলে অনেক ঘরবাড়ি ও দোকানের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে।

জানা গেছে, পত্নীতলার ঘোষনগর, পত্নীতলা সদর ও নজিপুর ইউনিয়ন এবং মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে ঝোড়ো বাতাসে কলা, পেঁপে, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে সড়কের ওপর পড়ায় যান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে। এছাড়া কিছু বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫১ কিলোমিটার এবং বৃষ্টিপাতের পরিমাণ ২০ মিলিমিটার।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, 'পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলার কিছু এলাকায় ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন