কিছু ক্রুটি থাকলেও সার্বিকভাবে চাকসু নির্বাচন গ্রহণযোগ্য ছিল, জয়ীদের আমরা সহযোগিতা করব: ছাত্রদল
![]() |
| চাকসু নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয়ীদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, জীবনমান ও দক্ষতা উন্নয়নে আগামী দিনে চাকসুকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক জরুরি সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি-বিচ্যুতি ছিল। ভোটারদের জন্য অমোচনীয় কালির ব্যবস্থা ছিল না, কিছু কেন্দ্রে দীর্ঘ সময় এলইডি স্ক্রিনে ভোট প্রদানের সম্প্রচার বন্ধ ছিল। নির্দিষ্ট একটি প্যানেলের এজেন্ট সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছেন। ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতিও ছিল। তবু সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য ছিল বলে আমরা মনে করি।’
এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন সাংগঠনিক কাঠামো গঠন করতে পারিনি। এখন তা সম্পন্ন হয়েছে। কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে। আমরা শৃঙ্খলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের তুলনায় আলাদা ছিল।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও মাসুম বিল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
নবনির্বাচিত চাকসু এজিএস আয়ুবুর রহমান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতেই আমাদের লড়াই ছিল। নির্বাচনের আগে ও চলাকালীন আমরা শিক্ষার্থীদের পাশে থেকেছি, কথা বলেছি। শিক্ষার্থীদের ভালোবাসাই আমাদের বিজয়ের মূল প্রেরণা।’

Comments
Comments