দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, সঙ্গে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সদস্যরা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জল কামান ব্যবহার করেন। এসময় কয়েকজন শিক্ষককে আটক করা হয়েছে।
  | 
| জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি। | 
  | 
| পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে। | 
  | 
| শিক্ষকদের টাঙ্গানো ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। | 
  | 
| ক্ষুব্ধ শিক্ষকেরা লাঠিসোটা ছুড়ে মারছেন। | 
  | 
| তাদের দাবি দাওয়া জানাছেন এক শিক্ষক।  | 
  | 
| আন্দোলনরত এক শিক্ষকে আটক করছে পুলিশ। | 
  | 
| রাস্তায় বসে কাঁদছে এক শিক্ষক। |   | 
  | 
| শিক্ষককে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। | 
  | 
| আটক করে প্রিজন ভ্যানের কাছে নেওয়া হচ্ছে। | 
  | 
| প্রিজন ভ্যানে উঠে কান্নায় ভেঙ্গে পড়ে এক শিক্ষক।  | 
 
একটি মন্তব্য পোস্ট করুন