[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালালালের কার্গো ভিলেজ

প্রকাশঃ
অ+ অ-
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। সাময়িক স্থগিত করা হয়েছে উড়োজাহাজের ওঠানামা। আজ শনিবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন 

আগুন লেগেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। এতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লাগে।

কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে, সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। আগুন লাগার পরপরই কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সরে যেতে বলা হচ্ছে। ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে, আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নৌবাহিনী ও দুই প্লাটুন বিজিবিও যোগ দিয়েছে।

শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজ অবস্থিত। আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে, যা বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে—এ গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়। কার্গো ভিলেজে ১২টি গেট রয়েছে, আমদানি কার্গো কমপ্লেক্সে আছে ৩টি। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে, ৩ নম্বর গেটের পাশে। বর্তমানে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে।

উড়োজাহাজ থেকে মালামাল ওঠানো–নামানোর কাজে যুক্ত কোম্পানি ভয়েজার অ্যাভিয়েশনের গাড়িচালক মো. রাসেল মোল্লা বলেন, আগুন লাগার সময় তাঁর গাড়িটি ৮ নম্বর গেটের প্রায় ১০০ মিটার দূরে ছিল। তিনি দ্রুত গাড়িটি সরিয়ে নেন। এসময় ভেতরে থাকা মানুষদের বের করে দেওয়া হয়। রাসেল বলেন, আগুন লেগেছে আমদানি করা মালামাল রাখার স্থানে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন