শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন এখনো জ্বলছে
| বেলা আড়াইটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। সন্ধ্যা, তখনো আগুন জ্বলছে। ১৮ অক্টোবর | ছবি: পদ্মা ট্রিবিউন |
তিন ঘণ্টা পার হলেও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এ কারণে দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন ছড়িয়ে পড়লে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে।
সন্ধ্যা ছয়টার সময়ও আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
বিমানবন্দরের কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুন লাগার তিন ঘণ্টা পরও কমপ্লেক্স থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। উৎসুক জনতার ভিড় থাকায় বিমানবাহিনী মাইকিং করে সবাইকে সরে যেতে বলছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে। নৌবাহিনীও আগুন নেভাতে যোগ দিয়েছে। দুই প্লাটুন বিজিবি তৎপর রয়েছে।
শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে অবস্থিত কার্গো ভিলেজে আগুন লেগেছে। এটি ৮ নম্বর গেটের পাশে, যা হ্যাঙ্গার গেট নামে পরিচিত। আমদানি কার্গো কমপ্লেক্সে তিনটি গেট আছে। আগুন কমপ্লেক্সের উত্তর দিকে, ৩ নম্বর গেটের পাশে লেগেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে আমদানিকারকরা আর্থিক ক্ষতির শঙ্কা করছেন। আকাশপথে পণ্য পরিবহনকারী আরএমকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল প্রথম আলোকে বলেছেন, এ ঘটনায় আমদানিকারকদের বড় ক্ষতি হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর বোঝা যাবে ক্ষয়ক্ষতি কত এবং কখন কার্গো ভিলেজ পুনরায় চালু করা সম্ভব।
এ ঘটনায় এখন পর্যন্ত নয়টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
Comments
Comments