[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ

প্রকাশঃ
অ+ অ-
কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আজ শনিবার বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করবেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হবে। এরপর সেখানে তাদের সমাবেশ করার কথা আছে।

এর আগে গতকাল শুক্রবার শিক্ষকেরা অনশন করেছেন। অনশন শেষে শিক্ষক সংগঠনগুলোর মোর্চার সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী নতুন এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, শিক্ষকেরা সারাদিন শহীদ মিনারে অবস্থান করে দাবি জানিয়েছেন, অনশনও করেছেন। কিন্তু প্রশাসনের কেউ তাদের সঙ্গে কথা বলতে আসেনি। আন্দোলনে শিক্ষকদের ওপর হামলাও হয়েছে। তাই আজ বিক্ষোভ ও কালো পতাকা মিছিল হবে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাওয়ার ‘পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করা হয়। সেদিন দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকের পর শিক্ষা উপদেষ্টা জানান, বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়। শিক্ষকেরা রাজি হলে, ১ নভেম্বর থেকে এই ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি কার্যকর হবে। তবে শিক্ষকেরা সরকারের এই প্রস্তাব মেনে নেননি।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীরা ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন। ওই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও পুলিশের অনুরোধে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যান। সেদিন দুপুরে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটায় শিক্ষকদের একাংশকে সরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে পরের দিন সোমবার থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন