মানিক মিয়া অ্যাভিনিউতে সংঘর্ষ, আহত অন্তত ২০
![]() |
| ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের ঢামেক হাসপাতালে নেওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'জুলাই সনদ' স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
![]() |
| আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
শুক্রবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে আছেন—আতিকুল গাজী (২০), সাইফুল ইসলাম (২৬), লাইলী আক্তার (২৫), কামরুল হাসান (২৯), শরিফুল ইসলাম (২৯), সিনথিয়া (২১), আশরাফুল (২০), হাবিবউল্লাহ (৩০), শফিউল্লাহ (৩২), শাকিব (২৫), মো. লিটন (৩২), তানভীর (২২), দুলাল (৩০), কামাল (৩২), ওমর ফারুক (২৭), নুরুল হুদা (২৫), আখের উদ্দিন (২৮), মিজান (২৮), মোস্তাক বিপ্লব (২৭) ও আল আমিন (৩৪)।
![]() |
| আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
আহতদের মধ্যে আতিকুল গাজী যিনি 'জুলাই আন্দোলনে' ডান হাত হারিয়েছিলেন। তিনি বলেন, 'জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সরকার আমাদের দাবি না মেনে যখন আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করতে যায়, তখন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দাঁড়াই। সেই সময় পুলিশ হঠাৎ লাঠি মারে ও টিয়ারশেল ছোড়ে।'
![]() |
| সংঘর্ষের সময় এক বিক্ষোভকারী এবং তার কৃত্রিম হাত মাটিতে পড়ে ছিল। অন্য একজন তাকে সাহায্য করছিলেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক জানিয়েছেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকরা ধারণা করছেন, কারও অবস্থাই গুরুতর নয়।




একটি মন্তব্য পোস্ট করুন