[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পাঁচ দিন ধরে আন্দোলন করছেন। এই দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, তাঁদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, শিক্ষকেরা রাজি হলে ১ নভেম্বর থেকে এই ৫ শতাংশ বাড়িভাড়া বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, সরকার শিক্ষকদের এমন কোনো আশ্বাস দিতে চায় না যা পরে বাস্তবায়ন করা সম্ভব হবে না।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গত রোববার শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। সেই সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিপেটা করে। এতে কয়েকজন শিক্ষক আহত হন।

এর প্রতিবাদে ও দাবি আদায়ে গত মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন শিক্ষক-কর্মচারীরা। বিকেল ৪টায় তারা সচিবালয়ের দিকে গেলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ তাদের আটক করে। পরে আন্দোলনকারীরা ঘোষণা দেন, বুধবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

গতকাল সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীরা জড়ো হন। এরপর বেলা ২টায় মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (আজ) ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন।

আজ দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধিদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয় বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন