টেকনাফে গহীন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার
![]() |
| টেকনাফের পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী | ছবি: পদ্মা ট্রিবিউন |
কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী এ অভিযান চালায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ নারী, ১২ জন পুরুষ ও ৮ শিশু রয়েছে।
কোস্টগার্ড জানায়, তাঁদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য পাহাড়ে আনা হয়েছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই রোহিঙ্গা। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাঁরা টেকনাফ উপজেলার বাসিন্দা। তবে বিকেল চারটা পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, 'আটক দুই পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মানব পাচার ও অন্যান্য অবৈধ কাজ রোধে কোস্টগার্ডের অভিযান চলবে।'
টেকনাফে এর আগেও এমন ঘটনা ঘটেছে। চলতি বছরে এখন পর্যন্ত ৭০ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে নারী-শিশুসহ ২৩৯ জনকে। শীতকালে এ ধরনের ঘটনা বাড়ে বলেও জানা গেছে।
টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, 'আজ উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আগামীকাল শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।'

Comments
Comments